কবিতা
নির্লজ্জ ফিরে যাওয়া
কাজী এনামুল হক
(ভাষাসংগ্রামে শহীদ সকল বিদেহী আত্মার শান্তি কামনা করি)
ভোররাতে কালো কাকগুলো ডেকে বলে ভাষার মাস জানতো
সারা বছর যা করো তা করো বিপ্লবের অবমাননা করো না,
একদিন মা’কে ডাকতে এই বাংলা রুখে দেবার যড়যন্ত্র রুখে
যারা প্রাণ দিয়ে গেছে একবার স্মরণ করো, শ্রদ্ধা জানাও মনে।
অথচ দেখ আমার মেয়েটা য়্যুরোপে পড়বে বলে কি যে বায়না,
ছেলেটা অনেক আগেই পাড়ি জমিয়েছে পশ্চিমা প্রিয়তমার পিছে।
না, বারণ করতে পারি নি; এটা সময়ের দাবি, মানতে হবে সব
কিন্তু মন কি মানে! এই সংগ্রামে তাকে হারানোর সেই ব্যাথা।
বালিশটা ভিজলে পাল্টে দিতে হয়, ঘুম আসে না ফেব্রুয়ারীর-
এই ঘন কালো রাতগুলোতে। বুকের মধ্যে হাঁসফাঁস করে সেই
স্মৃতির সালতামামি। এখনও মাতৃভাষা প্রকৃত পায়নি মর্যাদা
শহীদ বেদীতে শুধু খালি পা আর কালো ব্যজ দেখিয়ে সান্ত্বনা।
গাঁদা ফুলের কলিগুলো ছিঁড়ে ছিঁড়ে মালা গাঁথা এই একটি দিনে,
তারপর নির্লজ্জ ফিরে যাওয়া সুনামের আশায় পরের দরজায়।
No comments:
Post a Comment