কবিতাঃ বৈজয়ন্ত রাহা



কবিতা


প্রেমের ভাষা
বৈজয়ন্ত রাহা


আমারও আস্তিনে আজ লোকানো আছে সাপ, 
তোমার অপমানে থাক তোমার সন্তাপ, 
শহর ভীষণ দরিদ্র তাই মন্ত্রে মহামারী, 
চোখের মণি খুবলে খেলো একুশে ফেব্রুয়ারী।

আটকে আছে ভাষা এখন রাত্রির ট্রেন-ফেলে, 
লিখতে লিখতে কবি তুমি, এমন উঠে গেলে? 
মাঠের দুধার দুই বাংলা, মধ্যিখানে খুন, 
বৃষ্টি নেই, অ আ ক খ, জ্বলছে তুষ আগুন।

রক্তে ভেজা বর্ণমালা অনিবার্য জখম, 
হত্যা কর শব্দে তুমি, হত্যা অনেকরকম, 
মারো আমায় পেষো আমায়, যা খুশি তাই করো, 
দেখি কেমন কলম থেকে ভাষা কাড়তে পারো?

আমার কান্নার ভাষা শরীর থেকে ধুয়ে দিতে পারি? 
দুই হাতে দুই বাংলা--একুশে ফেব্রুয়ারী।

No comments:

Post a Comment