কবিতাঃ সুচেতা বিশ্বাস
কবিতা
রূপকথা
সুচেতা বিশ্বাস
দেখা হওয়া কি বাতুলতা?
ঘন নিমের গন্ধ উফফফ--
মম করে উঠেছে, “ভিজবি”
চোখটিপে শব্দের খেলায়---
মাধুকরী করে ফিরেছে
যত না লেখা কথা, মনে গাঁথা
আজ কী ভীষণ ঘূর্ণিতে খান খান
ছড়িয়ে গেল, ওরে ধর ধর-উঠানে বিস্তার
সাঁজবাতী নিয়ে এল কথামালামেঘে মেঘে রূপকথা
তুমি এলে শব্দ খুঁজি আজও।।
No comments:
Post a Comment