কবিতা
গাছেদের কবিতা
অনুপম দাশশর্মা
রাত যখন গভীরতর ঘুমের দিকে ঢলে পড়ে
ফুটপাত ঘেঁষা অশ্বত্থের পাতারা পরম স্নেহে
চোখ বোজা কাকেদের মাথায় দোলা দেয়
প্রতিটি পাতার নিঃশ্বাস পৌঁছে যায়
শিকড়ের গোড়ায়, সেখানে কাদা-মাটির সাথে
ভাঙ্গন রোখার নির্বাক আলোচনা
গভীর অরণ্য, সেখানে গাছেদের মাথা ঠুকে যায়
গাছেদের অবাধ ঠোঁটে
দৌরাত্ম হারা রোদের সেখানে মাথা নীচু প্রবেশ
অজস্র লতানো গাছ নির্ভয়ে শরীর ছেড়ে দেয়
বনষ্পতির চওড়া পায়ে
No comments:
Post a Comment