কবিতা
মৃগয়া
দর্শনা বসু
নিতেই পারো আঁচলের এই চাবি,
মাধববীলতার অস্ফুট আহ্বানে,
জ্যা-মুক্ত হোক মধ্যযুগের ছবি।
দেবেই যদি অজাতশত্রু মায়া,
ধলেশ্বরীর উজান ঢলোঢলো,
শরীর জুড়ে মহীরুহ ছায়া।
মনে রেখো অবাধ মৃগয়াতে,
মৃগনাভির বিলাপ আছে রাখা,
যোজনগন্ধা লগ্নভ্রষ্টা রাতে।
ছোঁবেই যদি দগ্ধ শরীরলতা,
শ্রাবণজলে গাইছে সারিগান,
চাইছে সময় তুমুল অস্থিরতা।
ভালো লাগল।
ReplyDelete