কবিতাঃ ঋজুরেখ চক্রবর্তী



কবিতা



দেখতে দেখতে
ঋজুরেখ চক্রবর্তী




যেসব কথা বলব ভাবি
    আবদার বা অল্প দাবি
রাত পোহালেই হাতের তেলো
    উল্টে দেখি পাল্টে গেল
সব অভিমান

নিক্তি মেপে ওজন করা
    ঠাট্টা হাসি ও মস্করা
রূঢ়তাতেও মিনতি হয়
    লুকিয়ে রাখে নিরতিশয় 
ঘোর পিছুটান

এমনি করেই দিন-প্রতিদিন
    সম্প্রদানে বিত্তবিহীন
জমিয়ে রাখি কপর্দক যা
    তাতেই খুলে সদর দরজা
শুনিয়েছ গান

দেখতে দেখতে বয়স হবে
    সম্ভবে ও অসম্ভবে
জড়িয়ে রেখো স্বাধীনচেতা
    আমার যেসব আদিখ্যেতা
খুব বেমানান



No comments:

Post a Comment