কবিতাঃ প্রবাল কুমার বসু




কবিতা



অনবধানে
প্রবাল কুমার বসু


তুমি তো আসোনি
কার পা’র ছাপ পড়েছিল অক্ষত
চৌকাঠ থেকে সামান্যটুকু দূরে
তুমি তো আসোনি
কে এসে হয়েছে বারবার বিব্রত
না জানা স্পর্শ তারপর থেকে শুধু
অনাবশ্যক রেখেছি যে করমূলে
না হয়ে অসম্মত



No comments:

Post a Comment