কবিতা
সন্তাপ
প্রান্ত পলাশ
তোমার ঘাড়ের তিলে উবু হয়ে দেখছি পৃথিবী
দেখছি আকাশ অখণ্ড আনীল
দূরবর্তী শূন্যতার দিকে ধেয়ে যায়
দেখছি জবার কুঁড়ি প্রকাশে উন্মুখ
পূজার সামগ্রী জেনে ঝরে যায়
অতিকথা স্মরণে এসেছে
আমরা দুজন মিলে লিখে যাব একটি কবিতা––
এই স্বপ্ন দেখেছি কখনও?
ভেবেছি কখনও চাঁদ ডুবে যাবে আলোর গভীরে?
––অসংখ্য সন্ত্রস্ত দিন এ ভাবনা প্রত্যেক্ষে এনেছে
বহু দূরে নোঙর ফেলেছি
তিলের পিপাসা বুকে, স্তনের বোঁটার ঢেউ
দোলাতে সক্ষম জানি আমার জাহাজ
ডুবে যাবে?
ডুবে যেতে যেতে কোথাও আমিও
নিথর, বিলুপ্ত হব; অ্যামিবা-শরীরে?
ধেয়ে আসে জরাগ্রস্ত কাল
বিপন্ন দিনের আলো যেখানে বিব্রত
হাসি নেই, কান্নার বিরল রোল
লুকিয়ে রয়েছে তার কোষের গভীরে
তোমার ঘাড়ের তিলে উবু হয়ে দেখছি জীবন
দেখছি পথের বাঁক উদ্বিগ্ন-সর্পিল
সব প্রশ্ন উবে গেছে দ্বিধার সমীপে
পাথর-পৃথিবী ভেঙে উড়ে যায় চিল!
No comments:
Post a Comment