কবিতাঃ শিবলী শাহেদ



কবিতা



সংকট
শিবলী শাহেদ


গত শতাব্দীর চেয়েও অপরিচিত
এক সময় সংকটে দাঁড়িয়ে
আমি রীতিমতো কাঁপছি
কেঁপে কেঁপে ভাবছি
আর মাপছি
হাওয়াদের ওজন, আয়তন।
কারণ এই মুহূর্তে আমার মেইলবক্সে
তোমার দেয়া বুনো অক্ষরের ঘ্রাণ
বুকের ভেতরকার বাতাসকে ক্রমশ
ভারি করে তুলছে...






No comments:

Post a Comment