কবিতাঃ মিজান ভূইয়া



কবিতা


কোকিল ডাকে 
মিজান ভূইয়া



জোৎস্নার নোটবুকে
রাত্রির বাদুড়

মাছের চোখ
সূর্যগ্রহণ,
চায়ের কাপে শব্দগুলো
নিজে নিজেই আলাদা হয়
মাঘের বিকেল,
ষড়যন্ত্র, একফোঁটা রোদ
চর্চা করি!

বাতাসের বুকে বাজে
ছাপাখানার হাসি
তারায় তারায় কোকিল ডাকে
নন্দিত হয় চোখের পলক,
বুকের ঘাম,
চোরা বৃষ্টি!





No comments:

Post a Comment