কবিতাঃ সিয়ামুল হায়াত সৈকত



কবিতা



মহাচক্র -১
সিয়ামুল হায়াত সৈকত


ডিএক্টিভেট হয়নি জীবন -
ইলেক্ট্রনিক চাকতি জীবনের ঘূর্ণনে অগ্ন্যুৎসব রটিয়ে ক্ষ্যান্ত হয়। জীবন হয়নি৷

একটু স্তন লৌহ হুকের ঢাকনায় ফুল ফোটায়।
বাকিটুকু প্রেম প্রেম নামে বৃথাই আস্ফালিয়া হয়।

সম্পর্ক ছিঁড়ে যায়। সম্পর্ক তৈরী হয়।
শুধু যান্ত্রিক ক্ষণকাল মহারথের স্বপ্ন সেটআপ করে। আর সূচারুভাবে
মস্তিষ্কের প্রোগ্রামিং রম বিকলাঙ্গ করে। জীবন ডাষ্টবিনে ঠাঁই পায়।

একটি মেমোরি রিফ্রেশার খুব দরকার।




No comments:

Post a Comment