কবিতা
তুমি অথবা কামনার খোঁজ পাই
সিয়ামুল হায়াত সৈকত
তোমার বয়ঃসন্ধির আশ্চর্য প্রেম বেড়ে যায়
আচমকাই আমার মনে উথলে উঠে কামনা
ছিঃ নিজের প্রতিও ঘেন্না ঘোমটা টেনে দেয়
তোমাকে দেখবো না সেটাই ভাবছি।
বয়স সবে কুড়ি
আমি বুড়োহাবড়ার দলে ভিড়ে যাই
তেলাপোকার ভয় আচমকাই জেগে উঠি
প্রেম করা সস্তা নয় গো সই!
চোখ দুটোতেও হিজাব দিও
আমি কামনার স্পর্শ ওখানেও পাই
No comments:
Post a Comment