কবিতা: সুচেতা বিশ্বাস
কবিতা
বইমেলা
সুচেতা বিশ্বাস
দিনগত ক্ষয় না
না আনুগত্যের বাধ্যতা
মধ্যবয়সী অভিজ্ঞতায়,
কৈশোর ঢুকে পড়লে যা হয়---
‘যদি সবটুকু শুষে নেওয়া যেত’?
সর্বস্ব দিয়ে পড়ে ফেলা—
মিঠে রোদ থেকে রাতের জ্যোৎস্নায়
লুটোপুটি বইমেলায় আমার আমি
সাথে পড়ে পাওয়া চোদ্দআনা
সহমর্মীদের উৎসব ।
Bhalo laglo
ReplyDelete