কবিতা
জনপদে ফিরে আস
অঞ্জন বাউল
বনান্তে পাতাঝরা বিকেলে
লতা গুল্মের কবন্ধে
আলো ছায়ায়
নির্বাপিত দিনের দ্বিরাগমন পাখিদের
কলকাকুলি নিস্তব্ধতায়-
তুমি মানবী হয়ে উঠতে পারনা
জনপদে ফিরে আস দিনশেষে ৷
এক অরণ্য তোমার মধ্যে রাত জাগে
নিঃস্বর্গকে তাকিয়ে দেখ তুমি
গন্ধর্ব মরীচিকার মতো-
তিয়াস মেটে না ,
বল্কল ত্যাগ করা বৃক্ষের নগ্নতায়
যৌনতা খুঁজে বেড়াও ,
অবশেষে জনপদে ফিরে আস
দিনান্তে নিঃসঙ্গতায়
মানবী হয়ে উঠতে পারনা ।
বিভাবরী কান্তারে অদিতি মানবী হয়ে উঠে -
দিনমান শুরু হয় গভীর রাত্তিরে ,
বিকিকিনি হাট বসে
বনজ ছায়া ছায়া বৃক্ষের নীচে ,
ঝিল্লিদের মজলিসে
আসব মত্ত অজবিথি দোলাচলে
জম্বুক পাত পেতে বসে ।
শীতের পশমে ওম দেওয়া রাতে
নেশাতুর শৌখিন শয্যা ছেড়ে তুমি
অহল্যা প্রকৃতির মত-
মানবী হয়ে উঠতে পারনা ,
জনপদে ফিরে আস বারবার
উদগ্র কামনা নিয়ে নবোঢ়া নাগরীর হাত ধরে
পর্যটকই থেকে যাও চিরকাল।
No comments:
Post a Comment