সাঁঝের আঁধার ঘিরল যখন
শাল - পিয়ালের বন ,
তারই আভাস দিল আমায় বৈশাখী সমীরণ।
বৈশাখী এই ধূসর দিনে -
ছুটে চলি আমি পথে মদির - বিবশ নিশ্বাসে ।
কুটির ছেড়ে বাইরে এসে দেখি
আকাশকোণে তারাদের লেখালেখি
শুরু হয়ে গেছে বহুক্ষণ।
দাঁড়াও ক্ষণিক পথিক হে ,
সাঁঝ আকাশে রঙের মেলা
দেখেছ কি কেমন করে
আগুন হয়ে উঠলো জ্বলে ?
জেনেছ তো তুমি অজানা প্রাণের নীরব কথা ?
যতই কাছে আসি
আমারে মৃদু হাসি
করিছ পরবাসী,
বুঝেছি আমি - ' তোমাতে প্রেম নাই '।।
No comments:
Post a Comment