কবিতা - উদয়ন ভট্টাচার্য








বিপদসঙ্কেতগুলি বার বার বেজে যাচ্ছে
সঙ্গমে ভেসে যাচ্ছে বস্তা বন্দী লাশ
মণিকর্ণিকায় জ্বলছে গণচিতা
সাগরে ভাসতে ভাসতে রোহিঙ্গা নারীটি জন্মভূমি স্পর্শ করলো
যুদ্ধের ছবি তুলতে গিয়ে বোমাবর্ষণে মারা গেলেন ড্যানিশ
অন্যায়ের ছবিগুলি আর দেখা যাবেনা
তুমি একা একা কোন দুর্গে বাস করবে?
পরিখা খনন কি সহজ কাজ?

আরো একটি ব্যর্থ দিন গ্রিলের দরজা দিয়ে বাইরে চলে গেল সূর্যাস্তে

এখনো কি অগোচরে শত্রুর হাতে তুলে দেবে বিষাক্ত তীর?

No comments:

Post a Comment