কবিতা - ঝানকু সেনগুপ্ত







এখন বিজ্ঞাপন বিরতি
সবকিছু ধোঁয়াটে হয়ে যাওয়ার সময়
আদার ব্যাপারীও 
শিথিল কুয়োতলায় অন্ধকার খুঁজতে 
খুঁজতে ধর্মকে আঁকড়ে ধরে

সভ্যতাকে বুঝে উঠবার আগেই 
কোনও এক বিজ্ঞপ্তিতে
নেমে আসে সেই অমোঘ কথন

ভগবানও চিরকাল বেচেঁ থাকে না '

বিজ্ঞাপন শেষ হলে পুনরায় কথামালা শুরু হবে!!

2 comments:

  1. আকাশ মুড়েছ মরকতে- পাছে আঁখি হয় রোদে ম্লান!
    তোমার পবন করিছে বীজন জুড়াতে দগ্ধ প্রাণ।
    ভগবান! ভগবান!

    ReplyDelete