নিরীশ্বর বোধিবৃক্ষ থেকে পাখিমানবীর ডাক শোনা যায়। এমন কুহক রচনা কোরো না, রক্তে আমার বারুদ মিশেছে। উষ্ণ বরাভয় চারিদিকে পলাশের মতো ফুটে আছে দেখে বালির প্রান্তর ঠেলে পাড়ে উঠি আমি -- পিছনে আমার ভীরু, ভঙ্গুর জীবন। আর তাকেও দেখে, কী আশ্চর্য, আমি চিনতে পেরেছি এবার -- তোমারই অতীত থেকে সে এসে বসেছে মুখোমুখি। তেমনই অনুদ্ধারময়, তেমনই উজ্জ্বলতা তার।
No comments:
Post a Comment