কবিতা - ঝানকু সেনগুপ্ত







সাঁকো ভেঙে গেলে ওপারের মানুষেরা ডুবে যায়
ভুলে যেতে হয় একসাথে থাকা
ভালোবাসা
ভুলে যেতে হয় জামিন না পাওয়া ইতিহাসের পদাবলী

অপর হয়ে পড়ে থাকে, ভেসে যায়                             ভেসে যায় সময়ের স্রোতে !

1 comment:

  1. খুব সুন্দর ❤️

    ReplyDelete