সমস্ত দরজা খুলে শুধু
তোমার জন্য বসে থাকা।
তবুও তুমি বাড়াও নি দাক্ষিন্যের হাত
আমার বিষণ্ণতা ও বয়স বেড়ে যায়
অন্ধকার নিয়ে সন্ধ্যা নেমে আসে।
তুমি দরজা জানালা বন্ধ করে দিলে
আমি বৃক্ষের অভিমানে কাটিয়ে দিলাম
সমস্ত জীবন।
যেদিন সে ধ্বংস হয়ে গেল ধীরে ধীরে
মানুষ এসে পাশে দাঁড়িয়ে নমিত হলো
গৃহীত হলো শোক প্রস্তাব
মাটিতে মিশে গেল স্মৃতি বিস্মৃতি
তখন তুমি হাত বাড়ালে আমার দিকে
No comments:
Post a Comment