কবিতা - পার্থ সরকার



সংলাপে থেকো না বেশি, মৈত্রী
নীরবেই থাকো মৌন

গৌণ অবস্থান মহীরুহের
অধিরথের লঘু

নুব্জ্য পাটাতন সমভারে
ঐকান্তিক আলো হারিয়ে

উড়িয়ে দেয় রোদ
অমৃতে সমাদৃত রোদ
আর যাকে তুমি বলো বোধ
তার বিস্ফোরণ অসংবৃত ক্রোধে
মাত্রাহীন ক্লেদ আনে অসংযত সংবাদে

পতনের বিপরীতে পতনে ।

No comments:

Post a Comment