এক সাইনবোর্ড
এক যারপরনাই নামকরণ
এক শব্দ ভৌতিক
তবু
নিছক হাড়কাঁপানো সম্ভাবনা নয়
বরং নিয়মমাফিক একচ্ছত্র সম্রাট হবে কে
তাতেই তোলপাড়
ঘরের ভিতর ঘর
ফিরে দেখা
কাকডাকা ভোরে
উপার্জনের অপ্রতুলতা
ছিটকে পড়া দোরগোড়া
তবু
ভয় অন্যদিকে
কথা বলে চলেই মহামারীর প্রত্যন্ত এলাকা ।
সুন্দর
ReplyDelete