কখন যেন হারিয়ে গেছি কাজের মাঝে
চতুর্দিকে ফাইল পাহাড় কাগজ কলম
কখন যেন মানুষ ছিলাম কে জানে তা
এখন শুনি কাজের মানুষ বলছে লোকে।
‘কাজ করে যা ফল না ভেবে’ – বলছে গীতা
কাজের ফাঁকে সময় গেল বহতা নদী
তাসের ঘরে তাসের খেলা খেলতে নেমে
কখন গেছে জনান্তিকে গোলাম চুরি।
এ যেন সেই বাঁশুরীয়ার বংশী বাদন
আমরা সবাই ইঁদুরছানা ছুটছি পিছে
সবাই ভারী ব্যস্ত ভীষণ কাজের তাড়া
মনের ডাকে সাড়া দেবার সময় কোথায়!
যে মেয়েটা স্বপ্ন নিয়ে তাকিয়েছিল
যে ছেলেটার চোখের তারায় রামধনু ঢেউ
ছুটছে তারা ঘুরছে কেবল কাজের তালে
রামধনুরঙ স্বপ্নগুলো মিথ্যে হলো।
সবাই শুধু চাইছে যেতে এগিয়ে দু-পা
শিখর ছোঁবার কল্পনাতে জীবন উধাও
এ যন্ত্রণাও সইতে পারে মানব শরীর
মনের খবর কেউ রাখেনা এই জোয়ারে।
বিকিয়ে দিয়ে জীবনটাকে দাসের হাটে
আমরা যারা ভাবছি – ‘আমি কি হনু রে’
চোখ বুজে ডুব দিলেই জানি মন গহনে
যাচ্ছেতাই আমরা সবাই, আমরা যা তা।
ভাল লাগল
ReplyDelete