কবিতা - ঝানকু সেনগুপ্ত






প্রতিমুহূর্তে আমি এখন
একটা অন্যরকম রাতের মধ্য দিয়ে যাতায়াত করি
আমার বাগানের চারা গাছগুলো সঙ্গে থাকে
একটু জলের জন্য আমি কমন্ডলু খুঁজে বেড়াই
আমার তখন আর ভয় করে না
জানি জল পেলে রোদের দেখা পাব
আর তারপর বহুদূর হেঁটে যেতে পারি।

5 comments:

  1. রোদের দেখা পেতেই হবে

    ReplyDelete
  2. কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর কবিতায় বলেছিলেন অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, হতে পারেনি!

    ReplyDelete
  3. খুব ভালো হয়েছে লেখাটি!

    ReplyDelete
  4. অপূর্ব ! খুব ভালো লাগলো ।

    ReplyDelete
  5. ভালো লাগলো। সবুজের জন্য, জলের জন্য, জীবনের জন্য আমাদের এই আজীবনের প্রার্থনা!

    ReplyDelete