কবিতা - শামিম আহমেদ






নদীটি তোমার ছিল না, ছিল না গোধূলি 
ছিল শুধু চুলোচুলি নেড়াদের 
নেড়ি বসেছিল একা, কদম গাছের নীচে 
কেউ পোঁছে তাকে কেউ না 
নদীটিও ছিল না, ছিল না গোধূলি 
জটিল থেকে জটিলতর হয় কাঠচাঁপা 
রাস্তা টোটো অটো ভূতপঞ্চ 
অমলা হলে হত্যামঞ্চ 
ব্যোমকেশ বসে বসে বাদাম ছাড়ায় 
নদীটি তখন ঘটি গরম 
সেও ছিল না কারও 
প্রবহমান 
একা একা স্রোত বয়ে যায় 
ইট খসে পড়ে, ঠাকুরবাড়ি সৎসঙ্গে মেশে হায় 
নদীটির ঘৃণা ছিল না, ছিল না ভালবাসা 
অন্ধ যেন পরে আছে রঙীন চশমা 
নদীটি কারোর ছিল না, গোধূলিও না।

No comments:

Post a Comment