কবিতা - বিজন চৌধুরী


ষোড়শী নদীতীর পিঙ্গল পিউলী
সবুজাভ ধরাতল গেরুয়া শিউলি
নয়ন নভোনীল হৃদে কি মায়া রে
কুড়েঘর জুড়েজুড়ে চঞ্চল ছায়া রে
আমন আউশের সাঁতার জলজে
মধুবন উত্তাল ভরাতরী ফলজে
ক্ষণিক ধায় মেঘ বাতাস বিমানে
ঢুলুঢেউ তরণী নিয়ম কি মানে?
সজনী কাশবনে রজনী মগনে
পূর্ণিমা চাঁদ ছোড়ে জ্যোৎস্না সঘনে
বিটপী চাঁদোয়ায় উত্তাল বনানী
বাঙালীর মননে শরৎ জননী।

No comments:

Post a Comment