কবিতা - ইন্দ্রাণী সরকার



পিয়ানোর রিডগুলি সুরের মূর্ছনায় ভেঙে পড়ে
শিল্পী তাঁর মনোহর সুর তালে
প্রকৃতির ঋতু পরিবর্তনের মহিমা গেঁথে যান

তাঁর সুরের বিস্তারে গাছের ডালে ডালে
সঞ্জীবনী মন্ত্র ঢেলে দেয় শরৎ,
সবুজ পাতায় পাতায় ভরে ওঠে গাছের শাখা প্রশাখা

সুরের মোহময় আকুতি গাছের পাতা ঝরানোর সুর তোলে
হলুদ, লাল শুকনো পাতা খসে গাছের তলায় জমা হয়,
কিছু বা হাওয়ার ঘূর্ণিতে ঘুরপাক দেয়,
শুকনো ডালপালার ফাঁক দিয়ে রোদের সোনালী আলো
বন বনান্তরে ছড়িয়ে যায়
মলিন পৃথিবী যেন উত্তাপ পেয়ে হেসে ওঠে

শিল্পীর সুর উঁচু লয় তুলে আবার নিচু হয়ে আসে
পিয়ানোর রিড লয় কমিয়ে শীতের আহ্বান করে

No comments:

Post a Comment