কবিতা - কুমকুম বৈদ্য






































গাছের উপর কাঠঠোকরার বাসা
মাথার উপর ঘুরছে পেটকাটি
ভরদুপুরে চিলেকোঠার ঘরে
তোমার আমার প্রাণভরে দুষ্টুমি

ফাঁকা ট্রামে শহর ঘুরে দেখা
কাকভেজা ভোর চায়ের ওমে মিশে
তোমার দেওয়া নরম উলের মোজা
শীত ভাঙ্গানোর হাজারটা চাতুরী

সন্ধ্যাবেলা নিয়ন আলোয় ভিজে
লাইব্রেরীতে আড়চোখে সুখ খোঁজে
শাড়ির ভাঁজে আটকে সরস্বতী
বুকের মধ্যে ছলাৎ ছলাৎ ঢেউ

এসব ছেড়ে অনেকদিনই হলো
ভাঙছি আমি সিঁড়ির পরে সিঁড়ি
সিঁড়ির পরে লিফটও চলে এল
এবং এস্কালেটর
কিন্তু সবার অলক্ষ্যেতে আমি
এখন বেদম হাঁপিয়ে উঠি প্রায়ই

নরম রোদে হয়তো এখনও আমি
খুঁজে বেড়াই হলুদ পাঞ্জাবী।

No comments:

Post a Comment