সুদ দেয় নামমাত্র শরণার্থী
পায়ে পায়ে ঘুরপথে দেবারতি
চেনা তিথিতে দুর্লভ মাহেন্দ্রক্ষণ
শূন্য অবকাশে হাতের কাছে পাণিপ্রার্থী
সরল অহংকার, দেখার পিঠে দেখা
মহোৎসবে পানীয়, পানাসক্তে একা
মুছে দেয় ঝরনা, শতদল-
পায়ে পায়ে ঘুরপথে দেবারতি
চেনা তিথিতে দুর্লভ মাহেন্দ্রক্ষণ
শূন্য অবকাশে হাতের কাছে পাণিপ্রার্থী
সরল অহংকার, দেখার পিঠে দেখা
মহোৎসবে পানীয়, পানাসক্তে একা
মুছে দেয় ঝরনা, শতদল-
একটু ন্যুব্জতার কাছে পায়ে পায়ে ক্ষারজল।
No comments:
Post a Comment