কবিতা - পার্থ সরকার






















সুদ দেয় নামমাত্র শরণার্থী
পায়ে পায়ে ঘুরপথে দেবারতি
চেনা তিথিতে দুর্লভ মাহেন্দ্রক্ষণ
শূন্য অবকাশে হাতের কাছে পাণিপ্রার্থী
সরল অহংকার, দেখার পিঠে দেখা
মহোৎসবে পানীয়, পানাসক্তে একা
মুছে দেয় ঝরনা, শতদল- 
একটু ন্যুব্জতার কাছে পায়ে পায়ে ক্ষারজল।

No comments:

Post a Comment