উঠে আসে জল খুব গভীরে
দাপট দেখিয়ে ফিরে যায় খরা
অবিনশ্বর অধীশ্বর
সচরাচর নেই নির্জলা একাদশী হাতের কাছে
অবিনশ্বর অধীশ্বর
সচরাচর নেই নির্জলা একাদশী হাতের কাছে
প্রসন্ন মুখ
নিখুঁত চর্চায় প্রসাধনী সুখ
আদর মাখা এক ফসিল
যুগান্তের ব্যবধানে
বালি ঝরা দেখে বাসভবনে
নামমাত্র ভুমিকা তবে কে পায়?
চটচটে
দু'হাতে দুটো রেখা একাকার
রূপচর্চায়
ভেতরে ভাত পাথর সব একাকার।
No comments:
Post a Comment