সম্পাদকীয়






মনে পড়ছে ঠিক এক বছর আগের কথা। গতবছর এইসময় দেশ জুড়ে শুরু হয়েছিল লক ডাউন। তখনও জানতাম না, অতিমারী নামক ভয়াবহ এক বিশ্ব রাজনীতি গ্রাস করে ফেলবে আমাদের। যদিও এক বছর পর প্রতিষেধক আমাদের মুঠোয়। আপাতত দেখার এটাই যে, এই বিপুল জনসংখ্যা কিভাবে স্বাস্থ্য পরিষেবার আওতায় আসে। আশার কথা এই যে, উন্নত দেশগুলির তুলনায় ভারতের অতিমারী পরিস্থিতি সামান্য হলেও আশাব্যঞ্জক। সত্যিই কি? নাকি এখানেও চলছে রাজনীতির 'খেলা'?

১৯১৩ সালের ৮ মার্চ পালিত হয় প্রথম আন্তর্জাতিক নারীদিবস। বিগত শতাধিক বছরের মধ্যে এ বিষয়ে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে অনেক। কিন্তু তৃণমূল স্তরে? প্রকৃত আলো কি সেখানে পৌঁছেছে? সমানাধিকারের প্রশ্নে এলিটিস্ট মনোভঙ্গিও কি সঠিক বার্তা বহন করে? এসব নিয়ে অনেক তর্ক হতে পারে। এই আবহেই আমাদের এবারের ব্লগাজিনে রইলো আন্তর্জাতিক নারীদিবস সংক্রান্ত বিশেষ ক্রোড়পত্র। লিখেছেন বিশিষ্টজন। আপনাদের মতামত আমাদের সমৃদ্ধ করবে। 
ভালো থাকুন! সৃজনে থাকুন।

শুভেচ্ছা নিরন্তর!!

No comments:

Post a Comment