কবিতা - রিজোয়ান মাহমুদ


পিকাসো তুমিও একদম আমার মতোন
সেবার স্পেনের গৃহযুদ্ধের বিরুদ্ধে গোয়ের্নিকা
এঁকেছিলে -
তার - কিছু আগে রমণীর ছিন্ন-বিচ্ছিন্ন গোঙানি এঁকেছি আমিও
আমাদের যাদুঘর আমাকে নেয়নি কখনোই।
তুমি প্রোটো-কিউবিস্ট
আমি মুদিদোকবিদ
মুদি দোকানের পাল্লা দিয়ে মাপি মানুষের
মনের ওজন।
একদিন পাখি ও পোকারা জেগে না ওঠার আগে
তোমার বিছানা ছেড়ে খোখলোভা আমার দোকানে
এসেছিল, বলেছি তোমরা সুখী হবেনা কোনোদিন
কারণ সুখের সংজ্ঞা সর্বদা সঙ্গম পর্যন্ত সীমাবদ্ধ
সে কিছুটা সঙ্গম সওদা করে দুপুরের সূর্যটা পশ্চিমে
হেলে না পড়ার আগেই পালিয়ে বাঁচতে চেয়েছে
ওরিয়েন্টালরা এখনো জানেনি।

No comments:

Post a Comment