কবিতা - পার্থ সরকার





ভেবে দেখো
মরণের ঠিক পরে
আহামরি তেমন কিছুই নয়
এই যেমন
ভীমরতির আগে
কেমন করে পোড়ে
উদ্বেগের শাড়ি
কলোনি মোড়ের আগে
কেমন করে
ঠিকাদার প্রহরী
এক চোখ বন্ধে
সারা সন্ধ্যে তারা দেখে
সোজা কথায়
তক্তপোষের মাটিতে
কেমন করে
ওঠে নষ্ট বাড়ির দেওয়াল
এই যা

ভেবে দেখো ।

No comments:

Post a Comment