কবিতা - পাপিয়া গাঙ্গুলি



ভালোবাসার অক্সিজেন

একটু বাদেই হয়তো বলবো যাই।
যাই বললেই কি যাওয়া যায়!
সম্পর্কের গন্ধ লেগে থাকে চুলে, গায়ে, শাড়িতে।
যাই বললে স্মৃতির সিনেমা শুরু হয়,
অবচেতনে।
যাই বললেই চোখ বুজে নীল সমুদ্দুর !
সম্পর্কের আকাশে আতসবাজির ঝিলিক।
তবু চলে যাই।
পরবর্তী দেখার তারিখ ঠিক না করে,
কোনো প্রতিশ্রুতি না দিয়ে,
মুঠো ভরা প্রতিশ্রুতি না নিয়ে।
কপালে ঠোঁট ছোঁয়া উত্তাপ শুধু।
চৌকাঠের ওপারে
একটা লম্বা নির্জন পথ..
দৌড় দৌড়
ইচ্ছার দৌড়..
শুধু হারিয়ে যাওয়ার।
দুধারে সুখের গ্রাম,
বেড়া দেওয়া বিভক্তি।
বাউন্ডারি....
পিতা, মাতা, অপত্য
আর বেড়াজাল।
আর আমার পায়ে ভালবাসার শিকল,
নীলচে বিষাক্ত রক্তে ভেজা ধুলো।
স্বপ্ন দেখা চোখে
মৌচাকের ঠুলি।
অন্ধত্বের অভিনয়ে চলে যাওয়া সহজ,
তাই মৌচাকে চোখ ঢেকে
চলে যাই, ভালোবাসাকে অক্সিজেন দিতে।

No comments:

Post a Comment