কবিতা - ধীমান চক্রবর্তী



ব্যক্তিগত - ১০২


ঘুম ভেঙে উঠলেই সবকিছু
শ্যাওলা মাখা শরৎ মনে হয়।
কিছু মানুষ বাঁচার আগেই মৃত্যুকে
ভালোবেসে ফেলে।
ইস্পাতের ঘন্টা সন্ধেবেলা বেড়াল বাজায়।
স্বপ্নের ভেতর এক আলমারি আর মা আছে।
সুহানা শূন্যের শরীরে জলপ্রপাত।
কিছু ভালো বারান্দায়।
বসন্তের ছেঁড়া-ছেঁদা হিল্লোল আলপনা গাইছে
চিতাকাঠ এবং কবর -
সবসময় নিজেদের অমর দেখতে চায়।
আজ কাগুজে নৌকা ড্রপ খেতে খেতে
তিন তাসের দুনিয়াকে অমর ভাবছে।

No comments:

Post a Comment