কবিতা - অরুণাংশু ভট্টাচার্য


আমার তৃষ্ণার দিকে স্বজন বাড়িয়ে দেয়নি
এতটুকু জল বা নীলিমা
কখনও রাখেনি হাত বেদনার শীতার্ত পাতায়
তথাপি এ-ঘেরাটোপ, এই গর্ভগৃহে
হাত ধরাধরি করে নাচে
নেচে যায় মাতিসের লাল মানুষেরা

No comments:

Post a Comment