কবিতা - সৌরভ হাওলাদার


তোমার কাছে যাবার জন্য নয়
গাছের পাতায় ফাগুন বলেছে, আসবে
তোমার কাছে বলার জন্য নয়
সাগর বেলার ঢেউ বলেছে, বলবে

আকাশ বিভূঁ‌‌‍ই বিশ্বচরার মাঠে
গরু চরাই আমরা সারাদিন
বাঁশের বাঁশি শ্মশান পাশে ছিল
ঘাসের মাঝে সবুজ দেহে লীন

বৃষ্টি তোমার পুকুর ভরা জল
ডলেছি অনেক বালি কাদা আর মাটি
বৃষ্টি তোমার গল্প বলার ছল
কথার ফাঁকে এটুক শুধু ফাঁকি

আপন করে ডাক দিলি বা কেউ
দিয়েই আবার হারিয়ে গেলি কেন
আমের বনে বোল এসেছে আজ
এই বসন্তে চিঠি দিলিনা কেন?

No comments:

Post a Comment