কবিতা - সায়ন্তনী দত্ত



কবিতা


কবিতাগুচ্ছ

সায়ন্তনী দত্ত



এই শহর তোমার আমার

রুদ্র তুমি আসবে বলে আজ শহর জঞ্জালমুক্ত
বিছানায় জানলা দিয়ে রোদ্দুর চারফালি
রুদ্র তুমি আসবে বলে সাজানো গল্প আজ ছুটির কবিতা
তোমার জন্য সাজবে শহর পরবে বেনারসী
ছাড়বে আটপৌরে কাপড়
কিন্তু রুদ্র যাই পড়ুক আর যাই ছাড়ুক শহর
শাড়িতে তো আর ফুটপাত ঢাকে না
তাই তাকে কবিতায় তুলে আনলাম কিছুদিন
সে আমার বন্ধ খাতায় ফেলুক দীর্ঘশ্বাস
আমি কবিতায় ফুটপাতকে একটু দিই ভরণপোষণ আত্মবিশ্বাস
কতটুকুই বা ক্ষমতা আমার আমি তো শুধু সাদা কালো
তুমি তো রঙিন নিওন জ্বালো


এই অরণ্য তোমার আমার

ছাত্রের পায়ের শব্দে দেশের ভবিষ্যৎ শোনা যায়
ছাত্রীর রচনায় পড়া যায় স্বাধীনতার মুক্তির উচ্ছ্বাস
ছাত্রের হাসি বলে আমি কলরব
বলে আমি হব পৃথিবীর শক্তি প্রতিপত্তি প্রভাব
শহর গড়ব আমি আঁকব রাস্তা বানাব হাসপাতাল
ছাত্রী বলে আমি লিখব অরণ্যের স্মৃতিচারণ
যেখানে কাটা হয়ে গেছে গাছ
গড়ে উঠেছে পান্থশালা আঁকা হয়ে গেছে রাস্তা
আর লিখে রেখে গেছ তোমার রাতের ইতিহাস


ভোর

আমাকে ভয় পায় না কেউ
কেউ করেনি আমাকে সেলাম
কেউ রাস্তা পরিষ্কার করে দেয়নি আমি আসার আগে
অপেক্ষা করেনি কেউ আমার বক্তব্যের
মুখে মুখে আওড়ায়নি আমার কবিতা
কারো চোখে সন্ধে নামেনি
আমি কাজল পরায়
আমার বসন্তের অপেক্ষায় ছিল না তোমার শীতের রাত
আজ আমার কুয়াশার ওপর নেই আগামীর রোদের হাত
মনে রেখো হয়তো হেরে গেছে কাদম্বিনীর চাপা কান্না
কারণ আজও অমলের ভোরে তার রাত্রি শেষ হয় না

No comments:

Post a Comment