কবিতা - জয় চক্রবর্তী



কবিতা


পাগলি তোর সঙ্গে

জয় চক্রবর্তী


চল তোকে নিয়ে যাই জীবনের শেষে
ধ্বংস যেখানে সাগরে মেশে
রাষ্ট্রযন্ত্র শোষণ করে জীবনের কষাঘাতে
মেলাব তোকে হারিয়ে যাওয়া মানুষগুলোর সাথে
নিয়ে যাব তোকে কালের শেষে
আকাশ যেখানে নরকে মেশে
দেখাব কেমন বলির রক্ত রাষ্ট্র শোষণ করে
হাড়ি কাঠ আর খড়্গ নিয়ে পশুরা খেলা করে
যাবি যদি চল আমার সাথে
মরণের পথে ঘাত প্রতিঘাতে
মরণের পরে কি থাকে তা জানাব জীবন দিয়ে
দেখবি কেমন ডাকছে জীবন তোকে হাতছানি দিয়ে
চল যাব তোকে নিয়ে –
মরু প্রান্তর শুধু হাহাকার
নিঃসর্গ চিত্র জীবন আঁধার
ক্লান্ত পাখির ডানা জোড়া ভার
তবুও তাগিদ বেঁচে থাকবার
জীবনের পরে কি থাকে তা জানাব মৃত্যু দিয়ে
দেখবি কেমন ডাকছে জীবন তোকে হাতছানি দিয়ে
শ্রবণ বেদনা মর্মস্থলে
হাহাকার আর ক্রন্দন রোলে
ক্ষুধার জঠরে দাবানল জ্বলে
তবুও তাগিদ বাঁচিয়ে চলে
দেখবি যদি চল –
পাগলি তোকে সঙ্গে নিয়ে মহাপ্রস্থানে যাব
ভুলগুলোকে শুধরে নিয়ে আবার মানুষ হব।।

No comments:

Post a Comment