ফারাক
পুরব পাল
যাদের দুটো খাবার জোটে এবং যারা ধনী
তাদের মাঝের ফারাক ক্রমেই ছোটো
হাততালিতে পলাশ ফোটায় যেসব নান্দনিক
বিষাদ -- বরং তাদের ফ্রেমেও ফোটো
যাদের মাথা খড়ের চালা -- রেশন চালের বালিশ
চোখের পাতায় দরমা-দেওয়াল ছানি
হাতের থেকে মুখের ফারাক বেড়েই চলে খালি
দূরত্বতেও জটিলতার গ্লানি
বাজার এসে মাথায় চাপে -- রাজার মন খারাপ
মশগুলানো মাথায় প্রেম দেশের
রাজার কীর্তি ধ্বজায় ধ’রে দাঁড়িয়ে থাকে ফারাক
আরেক মৃত রাজার মূর্তিবেশে
রাজার রক্তে মিশছে সোনা-ধর্ম-জাত, যেমন
দুটো দেহের ফারাক কমে রাতে
আমি তোমায় পাইনা শুধু -- ছুঁলেই মন কেমন
ফারাক কমে আগুন থেকে হাতের
কোথায় ফারাক বাড়লে ভালো, কোথায় কমা উচিৎ
সেই হিসেবের চিরুনিতল্লাশে
নান্দনিকের সান্ধ্য-নিখিল ঘনিয়ে আসে রুচি
শঙ্খ-শক্তি-জীবনানন্দ দাশে
দূরে কোথাও মিলিয়ে যাছে সকল কবিতারা
ছাপিয়ে উঠছে আওয়াজ -- শালা, ভাত দে
বিষণ্ণতার ফ্লেভার নিয়ে ছড়িয়ে পড়ছে ফারাক
ভারতবর্ষ ফাটছে দুই গোলার্ধে
বাঃ।
ReplyDelete