কবিতা
মেমব্রেন ও চক্র
সিয়ামুল হায়াত সৈকত
একজন কাঁথা প্রস্তুতকারক মূলত প্রেম বুনে পালায়
বাকি থাকে দৈত্য- ঘুম এবং কিঞ্চিৎ প্রতারণা-
হাতের আঙুলে লেগে থাকে প্রেম
একজোড়া মিথ্যুক ঠোঁট আর দাঁড়িকমা বর্ণনা
পর্দা তুলতে গেলেই অন্য চোখ ঝাপসা দ্যাখে।
ছায়া হারিয়ে যায়; অথচ নাম থাকে প'ড়ে
সেদিন বিক্রি হওয়ার বিজ্ঞাপন আমাকে কিনে নিলো
সেদিন আমি হঠাৎ ঘুমে পালিয়ে গেলাম
No comments:
Post a Comment