কবিতা - চিত্তরঞ্জন হীরা



কবিতা


টাপুর টুপুর ফার্স্ট লেন- ১৩/১৪/১৫

চিত্তরঞ্জন হীরা


টাপুর টুপুর ফার্স্ট লেন- ১৩

#
বলল- নিই !
              নাঃ! রাখি।
                      - কোথায় রাখবে !
#
এখন এই আসমান সমান কলমের হা
পুরে নিচ্ছে প্রিয়াদের জন্যে
                                 কিছু প্রিয়াংবদা--
পুরছে গ্রুম করছে দ্রু-কে দুরু দুরু।
#
রোয়ানো সকাল
                 রো ধরে চাঁদের হাট হেঁটে
                                   আসছে তুলোটে
নেমে আসছে ঘাটকদমের চুপছাট দেখে।
#
সারারাত তোমার দক্ষিণের নিঝুম
একলা পেড়েছে
                   একলা ঘরের নিয়ন টেনে টেনে...


###


টাপুর টুপুর ফার্স্ট লেন - ১৪

#
একটা দেশ নিরুদ্দেশে ধূধূ
শুনশান ভেঙে তৃষ্ণার ঠোঁটে দিলে
                            দুকোয়া রাই রাই...
#
ছায়ার দুদিকে দুরকম চোখ হতে পারে
                   দুকলম বাইনোকুলার ডেকে
                              চাঁদের ব‍্যানারে রিমঝিম...
#
আইভরি পায়ে ঘাট উপচানো -
তুমিও দেখেছ
                    আমি তার নাদেখার একান্ত
                                   এপার ডুংরানো ...
#
একটা দেশ আমার হল না
একটা পথ -
                সেও কি আমার !

শূন্যের কপালে ফাঁপা মেঘ-
            গ্রহটিপ জমে আছে একগলা...


###


টাপুর টুপুর ফার্স্ট লেন - ১৫
#
রাস্তার বহরগুলো বড় বেশি ঝুলছে
আর ঝুলবারান্দার অয়নকে ভরে নিচ্ছে
                                       অনন্ত থেকে
#
এইমাত্র ফুটুক নাফোটার রোয়াকে
কেউ দুফোটা সন্ধ্যা দিল।
কেউ আয় আয় না করে ডাকতে ডাকতে
তাকিয়ে রইল ঘুম বসা রাতের তরজায়
সে তো আর থামতেই চায় না।
#
তরজাগুলোই তরজমা হচ্ছে এখন
                       জমা জল সরে যাচ্ছে
কুড়িয়ে পাওয়া দাঁড়ের মৃদঙ্গ থেকে।
#
দিকে দিকে পদ্মপলাশের ঠোঁট
গাইতে নেমে পায়ে পায়ে
                  যেন রাঙা হয়ে উঠল
#
বেঁকে যাওয়া উৎসবের প্রাণ…
#
প্রাণে প্রাণ আর একটুও মিলছে না
               যেন সবটুকু অসম্ভাবনা...

No comments:

Post a Comment