কবিতা
চ্যালেঞ্জ
অপূর্ব শীল
অহং-টাকে একটুখানি কর দেখি তুই খর্ব,
দুঃসাহসী এ-কাজই তোর ভরবে বুকে গর্ব!
মানছি এটা নয়কো সহজ - কি ভয়ানক শক্ত,
বিন্দুমাত্র পারিস যদি - রইব চিরভক্ত!
খোলা চ্যালেঞ্জ দিলেম তোকে - করে দেখা, বুঝবো,
অন্য কোনও আদর্শ বীর - কক্ষণো না খুঁজবো!
No comments:
Post a Comment