কবিতা - অলক সান্যাল



কবিতা


ঘেন্না করো
অলক সান্যাল


কখন নিজেকে ঘৃণার যোগ্য ভাবতে ইচ্ছে করে?
না চেনা ছবিতে হেরে যায় বৈধ বিশ্বাস
হলদে পাতার টব ছুঁড়ে ফেলি আস্তাকুঁড়ে
তখন হয়ত ঘৃণা খুঁজে নিতে আসে ঠিকানা।

অবৈধ সুখে উথলে ওঠা কাগজের বান্ডিল যারা
কথা শোনে
উপোসী চাঁদের আলো পেতে দেয় ফরাস শহর ফুটপাতে
সাদা বিছানাতে ফোটে নুনসাদা জলছাপ ফুল
তখন হয়ত ঘৃণা উঁকি দেয় জানালায়।

আমি ঘৃণা ঢাকি প্রতিরাতে ইতিহাস খুঁড়ে
রেড ওয়াইনে স্নান করে মন আর পারিজাত গন্ধে ছায়া
তবু, পচনের বেড়াভাঙা ঘ্রাণ তাড়া করে ফেরে নিশাচল
বিমর্ষ নাদে নিদ্রা ভাঙলে নিজেকে স্থাপন করি আয়নাতে
দেখি
এখন নিজেকে ঘৃণার যোগ্য ভাবতে ইচ্ছে জাগে।

1 comment:

  1. অসাধারন স্যার।

    #কৃশানু

    ReplyDelete