কবিতা
তোমার জন্য
মনোজ কর
একটা কবিতা লিখবো তোমার জন্য ।
ঝড়ের মতো, বন্যার মতো ,তীব্র, গতিময়।
ভাসিয়ে নিয়ে যাবে গ্রাম, মাঠ, অরণ্য।
কালগর্ভে থেকে যাবে অমর, অনন্ত, অব্যয়।
বহুযুগ ধরে অর্জিত মানুষের যে প্রগাঢ় জ্ঞান,
কাল থেকে কালান্তরে উত্তরিত যে চেতনা,
কবিতার গভীর অন্তরে হোক তার সাড়ম্বর অধিষ্ঠান,
ছত্রে ছত্রে কল্লোলিত হোক তারই মধুর ব্যঞ্জনা ।
হৃদয়ের যে অবিরাম সুখ-দু:খ, হাসি-কান্না ,
বাঁধনছেঁড়া আবেগ, দুর্বার মুক্তছন্দ।
কবিতার শরীরে সে জুড়ে দিক নির্মল পাখনা।
ভেসে যাক মনের নীলাকাশে যেখানে অসীম আনন্দ।
হে বৃদ্ধ ঋষি, হে স্থিতধী বোধিবৃক্ষ,
নিয়ে চলো আমাদের চৈতন্যের এক স্তর থেকে অন্য স্তরে ,
যেখানে যুদ্ধ শেষ, নেই মৃত্যু অসংখ্য,
সেখানেই জন্ম নিক এই কবিতা, বাঁচুক যুগ থেকে যুগান্তরে।
বাঃ।
ReplyDelete