কবিতা
উঠোন
বাসব নন্দা
তারপর...
আলগোছে রাখা আলগা বাতাস কার্নিশ ছুঁলো অছিলায়!
ভীষণ লাজুক অথচ কি অনায়াসে...
খামচে ধরেছে, জড়িয়ে নিয়েছে নিজেকে;
লাউ ডগা! উঠোন জুড়ে বাস।
অসহ্য শীতে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হলে...
মা বুকে মাখিয়ে দিত গরম তেল।
আধো ঘুম ফিরে আসে...
মায়ের বুকটা কেমন আকাশ মনে হয়!
একটা ফড়িং ...তাকিয়ে থাকে নিঃশব্দে।
আয়তাকার নখে ঘাস ছিঁড়ে রাখে...
মাথা রাখা কোল আর ওপরের আকাশটা সমানুপাতিক মনে হতো...
ঠিক কতটা অপ্রেমে থাকলে এমন হতচ্ছাড়া হওয়া যায়?
আমার আর উঠোন হওয়া হলো না।
ক্যানভাস
অবাধ্যতার মুহূর্ত সব স্পর্শপ্রিয়
বোতাম বিহীন জামার মতো গন্ধ ছড়ায়__
সামলে রাখা দু-এক দিনের কয়েক প্রহর
বরফ কঠিন জমাট শীতে চাদর জড়ায়!
কৌতূহলী সে সব সময় খুব উঁকি দেয়
গেরস্থালির আদব-কানুন সবাই বোঝে;
টুকরো আবেগ অল্পটুকু ধূসর হলে__
প্রবীণ আঙুল রং মোছানোর রেজার খোঁজে।
রুমাল রাখা কয়েকদিনের বসার সিটে
কেউ অচেনা অতর্কিতে ঠিক জুটে যায়,
তবুও শুধু মোড়ের বাঁকে বাসটা এলে
তোর গলিপথ আমার দিকে হামলে তাকায়।
মন খারাপের স্বপ্নগুলো পাশ ফিরে শোয়
বুকের খামে মরিচ গুঁড়ো ছড়িয়ে পড়ে...
ব্যস্তবাগীশ শুকনো পাতা হুড়মুড়িয়ে
শেষ বিকেলের উদাস হওয়ায় এমনি ঝরে!
তারপর...
আলগোছে রাখা আলগা বাতাস কার্নিশ ছুঁলো অছিলায়!
ভীষণ লাজুক অথচ কি অনায়াসে...
খামচে ধরেছে, জড়িয়ে নিয়েছে নিজেকে;
লাউ ডগা! উঠোন জুড়ে বাস।
অসহ্য শীতে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হলে...
মা বুকে মাখিয়ে দিত গরম তেল।
আধো ঘুম ফিরে আসে...
মায়ের বুকটা কেমন আকাশ মনে হয়!
একটা ফড়িং ...তাকিয়ে থাকে নিঃশব্দে।
আয়তাকার নখে ঘাস ছিঁড়ে রাখে...
মাথা রাখা কোল আর ওপরের আকাশটা সমানুপাতিক মনে হতো...
ঠিক কতটা অপ্রেমে থাকলে এমন হতচ্ছাড়া হওয়া যায়?
আমার আর উঠোন হওয়া হলো না।
ক্যানভাস
অবাধ্যতার মুহূর্ত সব স্পর্শপ্রিয়
বোতাম বিহীন জামার মতো গন্ধ ছড়ায়__
সামলে রাখা দু-এক দিনের কয়েক প্রহর
বরফ কঠিন জমাট শীতে চাদর জড়ায়!
কৌতূহলী সে সব সময় খুব উঁকি দেয়
গেরস্থালির আদব-কানুন সবাই বোঝে;
টুকরো আবেগ অল্পটুকু ধূসর হলে__
প্রবীণ আঙুল রং মোছানোর রেজার খোঁজে।
রুমাল রাখা কয়েকদিনের বসার সিটে
কেউ অচেনা অতর্কিতে ঠিক জুটে যায়,
তবুও শুধু মোড়ের বাঁকে বাসটা এলে
তোর গলিপথ আমার দিকে হামলে তাকায়।
মন খারাপের স্বপ্নগুলো পাশ ফিরে শোয়
বুকের খামে মরিচ গুঁড়ো ছড়িয়ে পড়ে...
ব্যস্তবাগীশ শুকনো পাতা হুড়মুড়িয়ে
শেষ বিকেলের উদাস হওয়ায় এমনি ঝরে!
No comments:
Post a Comment