কবিতা - পাপিয়া গাঙ্গুলি



কবিতা


সব কবিতার নাম হয়না...

পাপিয়া গাঙ্গুলি



যা কিছু মেনে নিতে পারিনা
তার সবটুকু শুকনো শস্যের মতো
জ্বালিয়ে দিই...
আকাশ ধূসর হয়ে যায়
তুমি ভাবো মেঘ জমেছে
কেউ ভাবে বৃষ্টি হবে
আমার কাছে মুঠো ভরা ধোঁয়াসা।
তোমার চোখে বাসা বাড়ির দরজা
তোমার মনে বসত বাড়ির ভিত
এই নির্ভেজাল সত্য -
প্রতিবিম্বদের আগুন লাগাই,
মানতে পারিনা বলে।
এক মুঠো ধোঁয়াসা নিয়ে
ঘুমিয়ে পড়ি ভেজা বালিশে
ভোররাতে সন্ন্যাস যাত্রার স্বপ্নে।
ঘুমভেঙে আবার
আকাশ, পাখি, কুয়াশা.....
পাখির ডানায় গুমোট আকাশ।
তুমি ভাবো মেঘ করেছে
আমি ভাবি বৃষ্টি হবে চোখে।

No comments:

Post a Comment