কবিতা - নীলাঞ্জনা মণ্ডল



কবিতা


ডাকবাক্স

নীলাঞ্জনা মণ্ডল


সকাল সকাল আকাশ জুড়ে আলো,
ঢাকের 'পরে সুর দোলানো কাঠি-
শিউলি ফুলের গন্ধে মাতোয়ারা,
নতুন জামাও সাজছে পরিপাটি।

উঠোন-দালান সাবেক পুজোর রেশ,
ছোট্টগুলোও ভীষণ খুশি আজ-
আনন্দেতে হুটোপুটি কেবল,
গণেশদাদার পাশেই জোড়ে নাচ।

কার্তিকের ওই বড় ধনুক নিয়ে-
বীরপুরুষও করবে রাজ্যজয়,
সাঙ্গপাঙ্গ সমান উৎসাহিত-
দুঃখগুলোও দুঃখ চেপে রয়।

ভাঁজের শাড়ী পাটের পাঞ্জাবিরা,
টলোমলো সামাল দেয় যে নিজেই-
চারদিক আজ ভীষণ ভীষণ রঙিন,
মণ্ডপও আজ আলোর ছোঁয়ায় ভিজে।

সরস্বতী আসন পেতে হাজির,
পাশেই এল নতুন পুজো সংখ্যা-
মাদুর্গাও ফিরেই যাবে এবার,
মন খারাপও হাওয়ায় ওড়ে দমকা।

লক্ষ্মী ঠাকুর চুপটি করে বসে,
টিপটিপিয়ে হাসে মিঠিমিঠি -
বৃষ্টি ফোঁটা ঝাপটা দিয়ে পাঠায়,
ডাকবাক্সে ভালো থাকার চিঠি।

No comments:

Post a Comment