কবিতা
বন্ধু
নবনীতা ভট্টাচার্য
রূপের রাজ্যে রোবোট কুমার
একা একাই থাকে।
নিজের হাতেই রান্নাবাড়ি
একাই ছবি আঁকে।
নিঁখুত নিটোল রোবট কুমার
বেজায় পরিপাটি,
হিসেব করা কাজের সময়
নইলে সবই মাটি।
সবজান্তা রোবট কুমার
সর্ব জ্ঞানে জ্ঞানী,
জ্যামিতিকে হিসেব, কিম্বা
রান্নাতে দারচিনি।
রোবট কুমার বলতে পারে
আয়লা কখন আসবে,
কোন সকালে হলদেটে রোদ
ঝলমলিয়ে হাসবে।
রোবট কুমার নিয়ম মেনে
রুটিন ধরে চলে।
সাতটি মিনিট খাবার সময়
তিনটি মিনিট কলে।
এগারো সেকেন্ড বরাদ্দ তার
মনটা যদি ভার,
নামতাখানা দেড় মিনিটে
পড়বে তেরো বার।
নাচতে হলে সতেরো সেকেন্ড
গাইতে হলে গান,
মেঘমল্লার গাইতে হবে
কাহারবা তার তান।
হাসতে হলে তিরিশ সেকেন্ড
কান্না পেলে দশ,
রোবট কুমার নিয়ম জালে
এক্কেবারে বশ।
বেজায় ক্লান্ত রোবট কুমার
একদিন ঘুম চোখে;
টাইম মেশিন চলল বয়ে
ভুল অঙ্কের ঝোঁকে,
থামল গিয়ে আমবাগানে
মতি ঝিলের পাশে!
যেখানটাতে রাখাল বালক
গরু চরাতে আসে।
আমবাগানের ঠাণ্ডা ছাওয়ায়
বাজায় মধুর বাঁশী,
যতক্ষণ না ডাকছে তাকে
পেঁচোগোপাল-এর মাসি।
ভরদুপুরে মতি ঝিলে
পানকৌড়ি চড়ে,
গাছের ডালে জোড়া শালিখ
ঘুমিয়ে বুঝি পড়ে!
এসব দেখে রোবট কুমার
চক্ষু ছানাবড়া!
কোথায় এলাম? এই দেশটা,
একটুও নেই পড়া।
এখানটাতে সময় যেন
বড্ড গড়িমসি,
যখন তখন চলছে যা হোক
যেমনটা যার খুশি।
মেঘের সাথে খেলছে আলো
লুকোচুরির খেলা,
হাওয়ায় হাওয়ায় চলছে যেন
প্রজাপতির মেলা।
বাঁশীর সুরে কি যে আছে
মা'কে মনে পড়ে,
মনটা যেন চড়ুই পাখি
ফুরুৎ ফুরুৎ ওড়ে।
এই দেশটা ভীষণ ভালো
রোবট কুমার ভাবে!
এইখানেতে রোবট কুমার
থাকতে কি আর পাবে?
কোথায় কারে জিজ্ঞেস করি
কে এ দেশের রাজা?
শুনলে পরে কেউ যদি দেয়
পঞ্চাশ দিন সাজা!
ভয়ে ভয়ে রোবট কুমার
রাখাল বালক ডেকে,
শুধায় 'এটা কি দেশ, রাখাল?
থাকতে আমায় দেবে?’
অবাক চোখে রাখাল বলে
কেমনতরো তুমি?
দেশ তো সবার মায়ের মতো
সোনার বাংলা ভুমি।
শর্ত তবে আছেই বটে
থাকতে যদি চাও,
রাখাল হবে বন্ধু তোমার
এইটা কথা দাও।
দুজন মিলে দিন দুপুরে
গাছপাকা আম খাবো,
মেঘলা দিনে অনেক দূরে
মাঠ পেরিয়ে যাব।
অঙ্ক কিছু শিখব আমি
শিখবে তুমি মায়া,
দিঘির জলে কাটব সাঁতার
ভালবাসার ছায়া।
রোবট রাখাল বন্ধু হলে
বড্ড ভালো হবে!
বন্ধু এমন মনের মতন
কে শুনেছে কবে?
রোবট কুমার বেজায় খুশি
বন্ধু বলে ডেকে,
জড়িয়ে ধরে বন্ধু রাখাল
নিয়ম দূরে রেখে।
খানিক দুজন নাচলে বেজায়
তা ধিনা ধিন ধিন তা!
বন্ধু যদি সঙ্গে থাকে
কিসের আমার চিন্তা?
রোবট রাখাল বন্ধু হলে
দুইখানি যুগ মিলবে,
নিয়ম আবার যখন তখন
বেনিয়মে চলবে।
অঙ্ক করে খেলবে শিশু
বট অশ্বত্থের ছাওয়ায়,
শুনতে পাবে শিশুর হাসি
বসুন্ধরার হাওয়ায়।
কী সুন্দর স্বপ্ন দেখানো কবিতা গো দিদি!
ReplyDelete