কবিতা
পরজীবি
ঐন্দ্রিলা মহিন্তা
অপ্রেমকে আঁকড়ে ধরে
অভ্র ছোঁয়ার আর্তি নিয়ে নিষ্পলকে তাকিয়েছি---
শব্দের উজান একটা করে ঝিনুক কুড়িয়ে
মোহের সাঁকো প্রস্তুতিতে মগ্ন...
অবলম্বনের মরুদ্দানে পরিত্যাগ পত্র ধরিয়ে
নরওয়ের রবিওষ্ঠে সযত্নে চুম্বন এঁকেছি
আলোকস্নাত সুতোয় বোনা ধুলোর শাল
জড়িয়ে শহিদ-মিনারের আকাশ ফাটানো স্বীকারক্তি
তার প্রত্যেকটা খাঁজে কুয়াশার নকশা-কাটা;
ক্লোরোফিলহীণ তীব্র কামনায়...
অ্যাকাডেমির প্রত্যেকটা ইঁটে শ্যাওলা জমেছে
আর্ট-গ্যালারির পদচিন্হ অনুকরণ করে সন্ধ্যা নামে
নিস্পন্দ তারার জালনায় পরিত্যক্ত শব্দ উঁকি মারে
রজনীসমুদ্রে মৃত আকাশের বুকে,
...ক্রমান্বয়ে উল্কাপাত চলে ॥
ঐন্দ্রিলা মহিন্তা
অপ্রেমকে আঁকড়ে ধরে
অভ্র ছোঁয়ার আর্তি নিয়ে নিষ্পলকে তাকিয়েছি---
শব্দের উজান একটা করে ঝিনুক কুড়িয়ে
মোহের সাঁকো প্রস্তুতিতে মগ্ন...
অবলম্বনের মরুদ্দানে পরিত্যাগ পত্র ধরিয়ে
নরওয়ের রবিওষ্ঠে সযত্নে চুম্বন এঁকেছি
আলোকস্নাত সুতোয় বোনা ধুলোর শাল
জড়িয়ে শহিদ-মিনারের আকাশ ফাটানো স্বীকারক্তি
তার প্রত্যেকটা খাঁজে কুয়াশার নকশা-কাটা;
ক্লোরোফিলহীণ তীব্র কামনায়...
অ্যাকাডেমির প্রত্যেকটা ইঁটে শ্যাওলা জমেছে
আর্ট-গ্যালারির পদচিন্হ অনুকরণ করে সন্ধ্যা নামে
নিস্পন্দ তারার জালনায় পরিত্যক্ত শব্দ উঁকি মারে
রজনীসমুদ্রে মৃত আকাশের বুকে,
...ক্রমান্বয়ে উল্কাপাত চলে ॥
No comments:
Post a Comment